কামাল হোসেন খান ঃ
চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ঠিকাদার মোঃ আলাউদ্দিন প্রধানের নিজস্ব অর্তায়নে তার ব্যক্তিগত তহবিল থেকে করোনা ভাইরাসের প্রভাবে লকডাউনে কর্মহীন, দুস্থ, অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছেংগারচর পৌরসভার ২নং ওয়ার্ড পশ্চিম শিকিরচর ও উত্তর শিকিরচর গ্রামে ২ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রীর উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকালে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ঠিকাদার মোঃ আলাউদ্দিন প্রধান প্রথমে ছেংগারচর পৌরসভার ২নং ওয়ার্ড পশ্চিম শিকিরচর এরপর উত্তর শিকিরচর গ্রামে ২ শতাধিক পরিবারের মাঝে উপস্থিত থেকে এ নগদ অর্ত বিতরণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে এসব নগদ অর্থ বিতরণ করেন, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আঃ মান্নান বেপারী।
এ সময় উপস্থিত ছিলেন,ছেংগারচর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আঃ সালাম খান (সালামত),বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মোঃ মফিজুল ইসলাম মোহন সরকার, ব্যবসায়ী মোঃ নুর হোসেন প্রধান, পৌর যুবলীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান বেপারী,যুবলীগ নেতা নুরুজ্জামান, আঃ কাদের প্রধান,একে আজাদ বেপারী প্রমূখ।
এসময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ঠিকাদার আলাউদ্দিন প্রধান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল এর পক্ষ থেকে পৌরসভার ২নং ওয়ার্ডের অসহায়, কর্মহীন হতদরিদ্র্র পরিবারের প্রত্যেককে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।