জেলা প্রতিনিধি , ময়মনসিংহ:
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহত দুইজন হলো- মা ইয়াসমীন আক্তার (২৮) ও তার শিশু সন্তান মো. সানী (৩)। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার এক নম্বর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কলাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী ও সন্তান। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।