ইমরান নাহিদ
ঐ যে দ্যাখো আম্র ডালে,
চতুর পাখি টুনটুনি ;
টুই-টুই গুঞ্জনে তার,
মিষ্টি মধুর গান শুনি।
বাহারি তাঁর পেখম মেলে,
লেজ নাড়ে আর নাচে ;
ফুড়ুত ফুড়ুত ঝোপেঝাড়ে
খাদ্য খোঁজে গাছে।
সূক্ষ্মভাবে সেলাই করে,
নীড় বুনে যায় চমৎকার ;
শিল্পী পাখি বাবুই ছাড়া,
আর কেহ নেই সম তার।
টুনটুনিরা বিলুপ্ত আজ,
দুষ্ট লোকে দেয় মেরে ;
আর মেরোনা টুনটুনিদের,
প্রকৃতিতে দাও ছেড়ে।