স্টাফ রিপোর্টার:
ইলেকট্রিশিয়ান হিসেবে আনোয়ার হোসেন দীর্ঘ ৩৫ বছর কাজ করছেন। তার হাত ধরেই অনেকের ঘরে আলো জ্বলে। অথচ নিজের ঘরের আলো জ্বলে নিভু নিভু। চাঁদপুর সদর উপজেলার বাগাদী গ্রামের গাজী বাড়িতে তার জন্ম। অর্থাভাবে দুই ক্লাস পড়েই শিক্ষা জীবনের ইতি টানতে হয়েছে। স্ত্রী এক ছেলে দুই মেয়ে নিয়ে সংসার। প্রান্তিক মানুষের দেশ ভাবনা বিষয়ে সাপ্তাহিক শপথ এর সাথে কথা হয় এ প্রান্তিক মানুষটির সাথে।
তিনি বলেন, এখন যা সময় পড়েছে টাকা থাকলে খুন করেও পার পাওয়া যায়। আর টাকা না থাকলে জোরে কথা বলেও মাপ পাওয়া যায় না। জীবনে আওয়ামীলীগ করেছি। কয়েক বছর আগে আমার বাড়ির পাশের একটা ঘটনায় ওয়ার্ড আওয়ামীলীগের কার্যকরি সদস্য পদ হারাই। আগে মিছিলে যেতাম। এখন সেভাবে মিছিল মিটিং এ যাই না।
দেশের উন্নয়ন সম্পর্কে আনোয়ার হোসেন বলেন, দেশের উন্নয়ন ঠিক পথেই এগুচ্ছে। তবে আক্ষেপ করে তিনি বলেন, এখন একশ টাকা বাজেট হলে ৯০ টাকা যায় নেতাদের পকেটে। এমন হলে সরকারই বা কি করবে? একহাজার টাকা বাজেট হলে দুইশ টাকা কাজের গোঁড়ায় আসে। যা বাজেট হয় সে অনুযায়ী কাজ হলে প্রকৃত সোনার বাংলা তৈরি হতো।
তিনি আরো যোগ করে বলেন, সরকার একা কি করবে? ভালো করে কাজ করার কথা বলা যায় না। চান্দা দিলে সব ঠিক হয়ে যায়। কোন অনিয়মের প্রতিবাদ করলেই যতো বিপত্তি। তাই এখন আর প্রতিবাদও করি না। কাজ করি। খাই। ঘুমাই। এভাবেই চলছে জীবন। চলুক…
আজ,
শনিবার , ১ এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।