সুমন আহমেদ/তুহিন ফয়েজ:
মতলব উত্তর উপজেলায় গরুবাহী একটি টমটম গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশবর্তী ক্যানেলে পড়ে যায়। এতে কেউ গুরুতর আহত না হলেও গাড়িতে থাকা নয়টি গরুর মধ্যে চারটি গরু মারা যায়। সোমবার বেলা ১১ টায় উপজেলার সাহবাজকান্দি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, চলতি অবস্থায় হটাৎ করে গরুবাহী টমটমটি ক্যানেলে পড়ে যায়। এসময় চারটি গরু টমটমের নিচে পড়ে যাওয়ায় পানিতে ডুবে ঘটনাস্থলেই সেগুলোর মৃত্যু হয়। এছাড়া গাড়িতে থাকা বাকি পাঁচটি গরু উদ্ধার করা সম্ভব হয়।
টমটম চালক আঃ জব্বার বলেন, আমি গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ করে সামনের চাকা পাংচার হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এর মধ্যেই গাড়িটি ক্যানেলে পড়ে যায়। তবে কোন মানুষ হতাহত হয়নি।
গরুর মালিক নীলচাদ জানান, আজকে শহরমালী গরুর হাট। ওই হাটে ৯টি গরু নিয়ে রওনা হয়েছিলাম। হঠাৎ দুর্ঘটনায় ৪টি গরু মারা গেল। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।