মুহূর্তটা ঝুলে আছে
ভেতরে তার যুগান্তরের মায়া
স্যাঁতস্যাঁতের ভেতর ডুবে আছে চোখ
মুখগুলোয় রুদ্ধতার বিষ ছড়িয়ে,
কান পেতে রাখি; তিল তিল করে বড় হয়ে উঠার
ক্যানভাসে।
মুহূর্তটা ঝুলে আছে
ভেতরে তার অগনন সময়ের দ্রোড়-ঝাপ
উপসংহার জুড়ে গোঙানির শব্দরা বিস্তৃত হয়
কিংদায়শ মানুষের,কিছু যান্ত্রিকতার।
আরো গাঢ় হয় স্যাঁতস্যাঁতে চোখ
আরও গাঢ় হয় বিদায়ী হাতের নাড়াছাড়া।
রাস্তা ধরে ছুটে চলে গাড়ি
কিছু মুখ নির্বাক নিস্তব্ধ
কিছু চোখ ফ্যালফ্যাল তাকিয়ে থাকেই
ধোঁয়া আর বালি উড়া রাস্তায়।
ভাঙ্গা-ভাঙ্গা শব্দে; কিছু মায়া এভাবেই মচকে যায়।
আজ,
বুধবার , ৪ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।