শরীফ মোঃ মাছুম বিল্লাহ:
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিনউল্লাহ বেপারী এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিকের রোগমুক্তি ও শারীরিক সুস্থ্যতা কামনায় উপজেলা যুবদলের উদ্যোগে বিশেষ দোয়াও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গত (১৮ জুলাই) সোমবার বাদ মাগরিব সদর আলগী বাজার সংলগ্ন উপজেলা যুবদলের আহবায়ক জহির মাঝির সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক আঃ মান্নান আখনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল।
এসময় দেশের সার্বিক পরিস্থিতি ও মঙ্গল কামনায় খালেদা জিয়া ও তাঁর পরিবার এবং নির্যাতন, হামলা, মামলার শিকার নেতা-কর্মীদের জন্য বিশেষ দোয়া করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন আনসারি।
এসময় উপস্থিত ছিলেন, ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার (বাসু), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহির ইসলাম মিয়াজী, যুগ্ম আহবায়ক আরিফ কোতোয়াল, উপজেলা যুবদলের সদস্য সোহরাব হোসেন (সৌম্য), কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ সবুজ হোসাইন, ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেজর, যুগ্ম আহবায়ক ইউনুস কোতোয়াল, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সুমন, যুবদল নেতা আনোয়ার হাজী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ কোতোয়ালসহ ওয়ার্ড ইউনিয়নের অন্যান অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।