মোহাম্মদ ইকবাল হোসেন :
চাঁদপুরে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনায় করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এবং এলও অমিত চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন এডিএম মোহাম্মদ জামাল হোসেন, এডিসি রেভিনিউ অসীম চন্দ, এডিসি আইসিটি মোহাম্মদ দাউদ হোসেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ, হাজীগঞ্জ নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার স্নেহশীস দাস, হাইমচর উপজেলা নির্বাহী অফিসার ফেরদোউস আক্তার ফাহমিদা হক, ৫জন এসিল্যন্ড, নির্বাহী মাজিস্ট্রেটসহ অন্যান্য কর্মকর্তা ও কালেক্টর অফিসারা। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলোয়াত করেন ইব্রাহিম খলিল, গিতা পাঠ করেন কালেক্টর চন্দ্র দাস।