চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কে যাতায়াতকারী যানবাহন থেকে ডাকাতিয়া নদীর উপর নির্মিত চাঁদপুর সেতুর টোল আদায় চলছেই। গত কয়েক বছর যাবৎ এ টোল আদায় বন্ধের দাবীতে যানবাহনের চালকসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে দাবী জানানো হচ্ছিল। কিন্তু চেষ্টা করেও কোন সুফলের পায়নি ফরিদগঞ্জবাসী তথা এ রুটে চলাচলকারী যানবাহনের চালকরা। ভুক্তোভুগী জনগণ আশায় বুক বেধেছিলো অচিরেই এই সেতু দিয়ে যাতায়াতকারী যানবাহন থেকে টোল আদায় বন্ধ হবে। কিন্তু তা না করে আবারও চাঁদপুর সেতু থেকে ২০২১-২০২৪ অর্থ বছরে টোল আদায়ের লক্ষ্যে ইজারা দিয়েছেন সড়ক বিভাগ। আগামী তিন বছরের জন্য সেতুটির ইজারা দেয়া হয়েছে ৮ কোটি ৮ লাখ টাকা। নতুন ইজারা দেয়ার পর সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহলে ক্ষোভ ও বন্ধের দাবীতে প্রতিবাদ জানানো হয়। অবশেষে গতকাল সোমবার (১৬ আগষ্ট) জেলা প্রশাসকের মাসিক সমন্বয় সভায় টোল বন্ধের বিষয়টি জোরালো ভাবে আলোচনা করা হয়। এসময় বন্ধের বিষয়টি নিয়ে গুরুত্ব দেন জেলা প্রশাসক অঞ্জনা খাঁন মজলিশ। এ খবর সোশ্যাল মিডিয়া পেয়ে মুহুর্তে ফরিদগঞ্জ উপজেলার মানুষের মনে আনন্দ বিরাজ করতে দেখা যায়। সোশ্যাল মিডিয়া জুড়ে জেলা প্রশাসককে ফেসবুক তথা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানান সাধারণ মানুষসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
জানা যায়, চাঁদপুরে ডাকাতিয়া নদীর উপর একই মাপের তিনটি সেতুর মধ্যে দুটির টোল আদায় বন্ধ হয়েছে। শুধু বন্ধ হয়নি চাঁদপুর ফরিদগঞ্জ-রায়পুর সড়কের চাঁদপুর সেতুর টোল আদায়। জনগণের অভিযোগ টোল আদায়ের ক্ষেত্রে সওজ দৈত নীতি অবলম্বন করেছে। এই সেতুর টোল আদায় বন্ধে মহাজোট সরকারের মন্ত্রী, এমপিসহ উর্ধ্বতন ব্যক্তিবর্গকে স্বারকলিপি প্রদানসহ অনুনয় বিনয় করা হলেও টোল আদায় বন্ধ হয়নি। ভুক্তোভোগী জনগণ বাধ্য হয়ে সড়কে মানববন্ধন, গণস্বাক্ষর, বিক্ষোভ সমাবেশ করলেও সরকার টোল আদায় বন্ধে কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এছাড়াও জাতীয় সংসদের অধিবেশনে এ সেতুর টোল আদায় বন্ধের বিষয়ে বিভিন্ন দাবী জানিয়েও কোন সুফল পাওয়া যায়নি।
তবে গত ১৬ আগষ্ট জেলা প্রশাসকের মাসিক সমন্বয় সভায় টোল বন্ধের দাবির কথা তুলেন জেলা প্রশাসক নিজেই। বিষয়টি জানাজানি হলে ফরিদগঞ্জবাসী তথা জনসাধারণের মাঝে আনন্দের আবহা সৃষ্টি হয় এবং তারা নতুন করে টোল আদায় বন্ধে আবারো স্বপ্ন দেখছেন।
কামাল হোসেন আজাদ ফেসবুকে লিখেন, চাঁদপুর সেতুর টোল বাতিলের ব্যাপারে পদক্ষেপ নেয়ায় জেলা প্রশাসকে অভিনন্দন। এ মুহুর্তে ফরিদগঞ্জে সোশ্যাল মিডিয়া ও সচেতন নাগরিকদের মাঝে আনন্দের অনূভূতি প্রকাশ পাচ্ছে।
এ বিষয়ে সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আতিকুল্লাহ ভূঁইয়া বলেন, টোলের বিষয়ে গত মাসিক সমন্বয় সভায় জেলা প্রশাসক বিষয়টি উপস্থাপন করেন। আমরা বলেছি সওজ বিভাগের সচিব ও মন্ত্রী মহোদয়কে চিঠি দেয়ার জন্য। তারা যদি কোন সিন্ধান্ত নেয় আমরা তা বাস্তবায়ন করবো।
জেলা প্রশাসক অঞ্জনা খাঁন মজলিশ বলেন, আমি এখানে আসার পর থেকে বিভিন্ন সংগঠন চাঁদপুর সেতুর টোল বন্ধের বিষয়ে দাবি জানান। গণমাধ্যমকর্মীরাও পত্রিকায় অনেক নিউজ লিখেছেন বিষয়টি নিয়ে। আমি এই জেলায় যোগদান করার পূর্বে সওজ বিভাগে ছিলাম। এ বিভাগের সচিব মহোদয়ের সাথে ভালো পরিচয় রয়েছে। আমি তাঁর সাথে কথা বলেছি। তিনি বলেছেন আমাকে স্থানীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে তার সুপারিশকৃত চিঠি দেয়ার জন্য। তাই বিষয়টি আমি সভায় উপস্থাপন করেছি। আশা করি জনগনের এই দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষ বিশেষ ভূমিকা পালন করবে।
ফাহাদ খাঁন