স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা পরিষদের সদস্য রফিক আহমেদ তালুকদার (৬০) ব্রেন ষ্টোকে মারা গেছেন। তিনি গত বুধবার রাত সাড়ে ৩টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকার টঙ্গীতে প্রথম জানাজা ও বেলা আড়াইটায় গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ডিয়ার মন্ডল তালুকদার বাড়িতে ২য় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রফিক তালুকদার ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ভাই জাহাঙ্গীর হোসেন খোকন তালুকদার জানায়, রফিক আহমেদ তালুকদার ব্রেন ষ্টোক করলে তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে রফিক আহমেদ তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ফরিদগঞ্জ উপজেলা আ’লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।