মো. কবির মজুমদার:
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে মতলব দক্ষিণ ৪নং ওয়ার্ডে প্রতিদ্ব›দ্বী সদস্য প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে। প্রার্থীরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলে থাকা ইউনিয়ন পরিষদ ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। এ ওয়ার্ডে সদস্য পদে ৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৩ জন প্রতিদ্ব›দ্বীতা করছেন। হাতি মার্কায় জেলা পরিষদের সাবেক সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাবেক আহŸায়ক মো. আল আমিন ফরাজী, তালা মার্কায় জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মো. রিয়াদুল আলম রিয়াদ, উটপাখি মার্কায় উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহŸায়ক বাদল ফরাজী, টিউবওয়েল মার্কায় আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন মিঠু ও সিএনজি মার্কায় দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি মো. ফারুক আহমেদ প্রচারণা চালাচ্ছেন। তাছাড়া ৪, ৫ ও ৬নং ওয়ার্ড সংরক্ষিত নারী সদস্য পদে দোয়াত কলম মার্কায় (মতলব উত্তর-দক্ষিণ ও কচুয়া উপজেলা) জেলা মহিলা আ.লীগের সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নাজমা আক্তার আসমা আঁখি, ফুটবল মার্কায় নাউরী আহ্ম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা তাছলিমা আক্তার, টেলিফোন মার্কায় জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও কচুয়া উপজেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদক রওনক আরা রত্মা প্রতিদ্ব›দ্বীতা করছেন। তবে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা ভোটারদের টাকা ও বিভিন্ন উপহার দিয়ে পক্ষে নেয়ার চেষ্টা করছেন বলে নানা গুঞ্জন রয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইভিএম এর মাধ্যমে সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। মতলব দক্ষিণ উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নের মেয়র, চেয়ারম্যান ও ইউপি সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুইজন ভাইস চেয়ারম্যান সহ ৯০ জন জনপ্রতিনিধি ভোটাধিকার প্রয়োগ করবেন।