আতাউল করিম:
চাঁদপুর জেলা পরিষদের উচ্চমান সহকারী ও নিরাপদ সড়ক চাই কচুয়া শাখার সাধারণ সম্পাদক মুক্তার মজুমদারের জন্মদিন উদযাপন করা হয়েছে। জেলা পরিষদ সদস্য, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের যৌথ আয়োজনে রোববার সন্ধ্যায় উৎসবমূখর পরিবেশে হাজীগঞ্জের একটি রেস্টুরেন্টে কেক কেটে জন্ম উৎসব পালন করা হয়।
এসময় ভক্ত ও জনপ্রতিনিধিরা মুক্তার মজুমদারকে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানান। এসময় চাঁদপুর জেলা পরিষদের ১৪নং ওয়ার্ড সদস্য মোঃ জোবায়ের হোসেন, কচুয়া সদর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান আরিফ, কচুয়া পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, আব্দুল কাদের, তাজুল ইসলাম রাজু, ইউপি সদস্য ওচমান গনি চৌধুরী পলাশ, নারায়নপুর পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওচমান গনি পাটওয়ারী, ইউপি সদস্য সবুজ ফরাজীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।