স্টাফ রিপোর্টার
করোনা থেকে রক্ষা পেতে চাঁদপুর জেলা গণফোরামের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে শহরের চেয়ারম্যানঘাট এলাকায় প্রায় ১ হাজার পথচারী ও রিক্সা চালকদের মাঝে মাস্ক বিতরণ করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা গণফোরামের সভাপতি অ্যাডঃ সেলিম আকবর।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, শহর গণফোরামের সভাপতি আবুল খায়ের, চাঁদপুর সদর উপজেলা গণফোরামের সভাপতি মহসিন মিজি, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন গাজী, জেলা গণফোরামের যুব বিষয়ক সম্পাদক বিজয় মজুমদার, জেলা যুব গণফোরামের সহ-সভাপতি আলমগীর খানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।