বিশাল দাস :
চাঁদপুরে নতুন করো আরো ২১জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮২৬জনে। এরমধ্যে প্রাণ হারিয়েছেন জেলায় মোট ৫৫জন। ২৮জুন রোববার মোট ৫০টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। তারমধ্যে ২১জনের পজেটিভ এবং বাকী রিপোর্টগুলো নেগেটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন মোঃ শাখাওয়াত উল্লাহ।
২৮জুন আক্রান্তদের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১১জন, হাজীগঞ্জে ৩জন, ফরিদগঞ্জে ৫জন, মতলব দক্ষিণে ১জন ও মতলব উত্তরে ১জন।
জেলায় আক্রান্ত ৮২৬জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৩১৮জন, ফরিদগঞ্জে ৮৩জন, হাজীগঞ্জে ৮৫জন, মতলব দক্ষিণে ৮৯জন, শাহরাস্তিতে ৯৩ জন, কচুয়ায় ৩৪ জন, মতলব উত্তরে ৬২ জন ও হাইমচরে ৬২ জন। বাকিদের মধ্যে ৪জন ঢাকা, ০২ লক্ষ্মীপুরে, মতলব দক্ষিণ আইসিডিডিআরবি হতে প্রাপ্ত ২৭ এবং কুমিল্লা মেডিকেল কলেজ হতে ১ এবং নারায়ণগঞ্জ থেকে আগত ১ জন আক্রান্ত হয়ে চাঁদপুরে এসেছে।
এছাড়া জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ৫৫ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৫ জন, কচুয়ায় ৫ জন, ফরিদগঞ্জে ৬ জন, মতলব দক্ষিণে ২, হাজীগঞ্জে ১৫ জন, মতলব উত্তরে ৮ জন ও শাহরাস্তিতে ৪জন।