মোঃ রুহুল আমিন:
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বলেছেন, তোমরা যারা শিক্ষার্থী আছো যারা বিভিন্ন স্কুল-কলেজে লেখাপড়া করছো, তোমাদেরকে লেখাপড়ার প্রতি মনোযোগী হতে হবে। অভিভাবকরা প্রত্যাশা করে তোমরা লেখাপড়া ভালোভাবে করে জীবনে প্রতিষ্ঠিত হবে। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি তখন কিন্তু আমরা পড়ালেখায় ফাঁকি দেইনি। তোমাদের বাবা-মা, ভাই, বোন ও মানুষের মুখে হাসি ফোটাতে হবে। আমি ঢাকাতে বসে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারতাম, কিন্তু এখানে প্রাণের টানে ছুটে এসেছি। আমি তোমাদের জন্য জীবন উৎসর্গ করে কাজ করতে চাই। আমি চেষ্টা করে যাচ্ছি আমাদের কোন সন্তান যেন ক্ষুধার্ত না থাকে। তোমরা লেখাপড়ায় মনোযোগী হলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। আমি জীবনের শেষ দিন পর্যন্ত এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে চাই। বাকী জীবন দেশের ও বিশ্ব মানবতার জন্য কাজ করে যেতে চাই।
গতকাল শনিবার শাহরাস্তি উপজেলার একটি সড়ক ও তিনটি বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থী-অভিভাবকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের শিক্ষিত হতে হবে নিজেকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে। তোমরা রাজনীতি কর, কিন্তু রাজনীতির কারণে জীবন নষ্ট হয় এমন কাজ করো না। বিশ্ব মানবতার অংশ হও, ভালো মানুষ হও, মানুষের মঙ্গলের জন্য কাজ কর। আসুন সকল ভেদাভেদ ভুলে দেশটাকে ভালবাসি, মানবতার জন্য কাজ করি।
১৪ জানুয়ারি শাহরাস্তি উপজেলার দক্ষিণ সুচিপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, চিতোষী ডিগ্রি কলেজের একাডেমিক ভবন, সূচিপাড়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এছাড়াও এদিন তিনি ধামরা হতে ফেরুয়া সড়কের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ূন রশীদ, শাহরাস্তি পৌরসভা মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, ভাইস-চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, আওয়ামী লীগ নেতা আবুল বাসার, জাহাঙ্গীর আলম তালুকদার, ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন হেলাল, মোস্তফা কামাল মজুমদার, আলম বেলাল প্রমুখ।