স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের শিক্ষকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও শিক্ষকদের বসার জন্য ডেক্স টেবিল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ মে (শনিবার) সকাল ১১টায় কলেজ শিক্ষক মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমি যখন প্রথম এ কলেজে দায়িত্ব গ্রহণ করি, তখন আমার নিজ উদ্যোগে অধ্যক্ষের কক্ষ তৈরি করেছি। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির সহযোগিতায় এ কলেজে একটি ৪তলা বিশিষ্ট ভবন নির্মাণ করেছি। এ কলেজে নতুন একাডেমিক ভবনটি করতে পেরে সকলেই খুশি হয়েছেন। আমি এজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র প্রতি। এ কলেজে জায়গা নিয়ে যে সমস্যা ছিলো, তাও আমি সমাধান করেছি।
তিনি বলেন, প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সকল কাজ করবো। শিক্ষকদের বসার জন্য শিক্ষক ডেক্স এর সমস্যা ছিল। আমি তা আমার তরফ থেকে নতুন ডেক্স দিয়ে সাময়িকভাবে সমাধান করছি। ভবিষ্যতে সকল শিক্ষকের জন্য আলাদা আলাদা ডেক্স দেওয়া হবে। এ কলেজটি সদরের প্রথম বেসরকারি কলেজ। যে কোন প্রতিষ্ঠানের প্রাণ হলো ভালো রেজাল্ট। ভালো ফলাফল অর্জন করতে হলে, শিক্ষার্থীদের ভালোভাবে পাঠদান করতে হবে।
সোহেল রুশদী বলেন, ২০২৩ সাল থেকে পাবলিক পরীক্ষাগুলো সকল বিষয়ে অনুষ্ঠিত হবে। তাই সেভাবে আপনাদের পাঠদান করতে হবে। আমিসহ গভর্নিং বডি আপনাদের সকল ধরনের সহযোগিতা করবে।
মতবিনিময় শেষে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এর নিজস্ব অর্থায়নে শিক্ষকদের বসার জন্য নতুন ডেক্স টেবিল এর চাবি কলেজের শিক্ষক প্রতিনিধি সদস্য ও সহকারি অধ্যাপক মোঃ গোলাম সারওয়ার এর নিকট হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য ও সহকারি অধ্যাপক মোঃ গোলাম সারওয়ার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, ইংরেজী প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ।
এ সময় উপস্থিত ছিলেন, কলেজের সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক মোঃ কামরুল হাসান, সহকারি অধ্যাপক শামীমা আক্তার, সিনিয়র প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মোঃ মুঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মোঃ জিয়াউর রহমান, প্রভাষক মোঃ হানিফ মিয়া, প্রভাষক মোঃ মানিক মিয়া, প্রভাষক মোঃ হাবিবুর রহমান, প্রভাষক মোঃ মাহবুবুর রহমান, প্রভাষক মনোয়ারা বেগম, সহকারি লাইব্রেরীয়ান নাছরীন আক্তার, সহকারি শিক্ষক ও মহিলা শিক্ষক প্রতিনিধি সদস্য হালিমা আক্তার, অফিস ইনচার্জ মোঃ রানা সরকার, অফিস সহকারি মোঃ মেহেদী হাসানসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ। পরে তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।