মোহাম্মদ সোহেল :
সদ্য প্রকাশিত এসএসসি পরিক্ষায় চাঁদপুর আল আমিন একাডেমী মোঃ তাহমিদ আলম (রাফিত) এ+ পেয়েছে। মোঃ তাহমিদ আলম (রাফিত) পশ্চিম রাজারগাঁও হাজীগঞ্জ থানার বিনন বেপারী বাড়ির জাহাঙ্গীর আলম বেপারী ও নাজমা বেগম দম্পতির ছোট ছেলে। তাহমিদ আলম রাফিত বড় হয়ে ভালো মানুষ হতে চায়। মানষের সেবা করতে চায়। তার ভালো ফলাফলের জন্য অভিভাবক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।