স্টাফ রিপোর্টার:
এবারের এসএসসি পরীক্ষায় চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ থেকে ১৭১ জন জিপিএ-৫ পেয়ে জেলার শীর্ষ অবস্থায় রয়েছে। এ প্রতিষ্ঠান থেকে এবার ৫৪৪ জন পরীক্ষা দিয়ে ৫৪১ জন কৃতকার্য হয়েছে। পাসের হার শতকরা ৯৯.৪৫ ভাগ। বিগত কয়েক বছর এ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থীরা আশানুরূপ ফলাফল অর্জন করতে ব্যর্থ হওয়ার পর এবারের সাফল্যজনক ফলাফলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল (অবঃ) শাহাদাত হোসেন শিকদার বেশ উৎফুল। তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করে শিক্ষক মন্ডলী, গভর্নিং বডির সকল সদস্য এবং অভিভাবকসহ শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এক প্রতিক্রিয়ায় এই প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সদস্য আবু নঈম পাটওয়ারী দুলাল, এএইচএম আহসান উল্লাহ এবং নাসরিন পারভীন বলেন, এটা অবশ্যই বর্তমান শিক্ষক মন্ডলী এবং অভিভাবকদের সাফল্য এবং কৃতিত্ব। এ সাফল্যে আমরা গর্বিত। আমরা শিক্ষার মানোন্নয়নের যে ব্রত নিয়ে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের হাল ধরেছি, তার প্রমাণ হিসেবে প্রথম সাফল্য এটি। এ জন্য পরম করুণাময়ের শুকরিয়া আদায় করছি। সাফল্যের এ ধারাবাহিকতা যেনো রক্ষা করতে পারি সে জন্য সকলের সহযোগিতা কামনা করছি।