স্টাফ রিপোর্টার:
‘ক্ষুধা ও দারিদ্র মুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও সমাজসেবা অধিদফতর” শীর্ষক আলোচনা সভা ও ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপারেশন) আব্দুর রহিম, বিশিষ্ট সমাজসেবক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটোয়ারী।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক রজত শুভ্র সরকারএর সভাপতিত্বে আলোচনা সভা শেষে শহর সমাজসেবা কার্যক্রম এর আওতায় ৬২ জন ব্যক্তিকে সর্বমোট ১২ লাখ টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণের চেক হস্তান্তর করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের সেবাগ্রহীতাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সমাজসেবা অধিদফতরের সর্বস্তরের কর্মকর্তা/ কর্মচারী।