স্টাফ রিপোর্টার:
জাতীয় নিরাপদ সড়ক চাই-২০২২ মাসব্যাপী পালিত কর্মসূচির সমাপ্তি উপলক্ষে চাঁদপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় ক্যাফে কর্ণারের ৪র্থ তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক এম এ লতিফ। এতে উল্লেখ করা হয়, সড়ক নিরাপত্তার প্রতিটি বিষয়কে গুরুত্ব দিয়ে নিরাপদ সড়ক চাই এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচি পালন করেছে। নিসচার উদ্যোগে কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে (দেশে ও বিদেশে) মোট ১১৩৭টি কর্মসূচি পালিত হয়েছে। গত ১ অক্টোবর থেকে শুরু হয়ে শেষ হচ্ছে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আজ ৩১ অক্টোবর। নিসচা কর্তৃক পালিত কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সড়ক পরিবহন আইনের বিধিমালা জারির দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, চালক প্রশিক্ষণ, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থী প্রশিক্ষণ, অভিভাবক সমাবেশ, বাস টার্মিনালে পরিবহন মালিক-শ্রমিক সমাবেশ ও সচেতনতামূলক ক্যাম্পেইন, সুধী সমাবেশের আয়োজন ও মতবিনিময়, সাংবাদিক সম্মেলন, আলোচনাসভা, গোলটেবিল আলোচনা, সেমিনার, ট্রাফিক ক্যম্পেইন, রানী, সড়ক দুর্ঘটনায় ক্ষতিজ্ঞায়নের সহায়তা প্রদান, ক্ষতিগস্ত সড়ক মেরামত, সচেতনামূলক লিফলেট বিতরণ, পোষ্টার প্রকাশ, ব্যানার-ফেস্টুন স্থাপন, সড়কে বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে সতর্কতামূলক প্রচার ও নির্দেশিকা স্থাপন, বৃক্ষরোপন কর্মসূচি, বিভিন্ন গণমাধ্যমে চেয়ারম্যানের বিষয়ভিত্তিক নিবন্ধ প্রকাশ ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন টক শো-তে চেয়ারম্যানের অংশগ্রহণ ইত্যাদি। এই মাসে ধারাবাহিক শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি করা হয়। তারই ধারাবাহিকতায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) মাসব্যাপী (অক্টোবর) কর্মসূচির সফল সমাপ্তি উপলক্ষে সারাদেশের ন্যায় চাঁদপুরেও আজ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
আরো উল্লেখ করা হয়, ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ এর প্রতিপাদ্য বিষয় ছিল “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি”। সরকার দিবসটি ঘিরে এবারের এই প্রতিপাদ্য নির্বাচনের মধ্য দিয়ে আইনের সঠিক প্রয়োগ ও বাস্তবায়নের উপর জোর তাগিদ দিয়েছে বলে আমরা মনে করি। আমরা মনে করি সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সঠিক ম্যানেজমেন্ট করতে হলে আইনের বিকল্প নেই। সর্বপ্রথমে প্রয়োজন সরকার ও রাজনৈতিক মহলের সদিচ্ছা। যেমন সড়কে চলাচলে যদি চালক, মালিক, যাত্রী, পথচারী সবাইকে প্রশিক্ষণের আওতায় আনতে হবে। কারণ সড়কের ব্যবস্থাপনা সম্পর্কে জানার প্রক্রিয়া, নির্দেশনা পালন ও করণীয় কি সঠিকভাবে তুলে ধরা না যায় এবং সম্পৃক্ত করতে না পারা যায় তা হলে সড়ক দুর্ঘটনার লাগাম টেনে ধরা সম্ভব নয়।
সাংবাদিদের উদ্দেশ্য উল্লেখ করা হয়, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই সড়ক পরিবহন আইন ২০১৮’ পুরোপুরি কার্যকর এবং যথায বাস্তবায়নের জন্য চূড়ান্ত বিধিমালা জারি করার দাবিতে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র পক্ষ থেকে গত ১০ অক্টোবর কেন্দ্রীয় এবং সারাদেশে প্রধানমন্ত্রীর কাছে স্থানীয় প্রশাসনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সারাদেশের বিভাগীয় কমিশনার/জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সহ-সভাপতি সোহেল রুশদী। সাংবাদিক সম্মেলনে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহআলম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, যুব বিষয়ক সম্পাদক বাদশা ভুইয়াসহ স্থানীয় পত্রিকার সাংবাদিকরা ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।