এইচ.এম নিজাম:
মার্চ এপ্রিল দুই মাস জাটকা নিধন প্রতিরোধে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রæয়ারি বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি অঞ্জনা খান মজলিশ।
এসময় তিনি বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় জনপ্রতিনিধি নৌ পুলিশ ও জেলেপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। বিশেষ করে নদী তীরবর্তী জনপ্রতিনিধিদের একটি বিরাট ভূমিকা রয়েছে। তারা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। আশা করি জাতীয় সম্পদ রক্ষায় তারা আন্তরিক হয়ে কাজ করবে। গতবার আমাদের জেলেদের চাল কম বরাদ্দ আসছিল। এবার কিন্তু আমাদের চাল নিয়ে কোনো সমস্যা নেই। কাজেই এবার ৪০কেজি করে জেলেদেরকে চাল দিতে হবে। আর চাল বিতরণে যদি কোন অনিয়ম হয় তাহলে সেই ইউনিয়নের চেয়ারম্যান ও ট্যাগ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক বলেন, নদী সংলগ্ন যেসব খালগুলি রয়েছে সেখানে প্রতিটি খালের প্রবেশমুখ বন্ধ করে দিতে হবে। প্রতিটি নৌকা উপরে উঠিয়ে শিকল দিয়ে বেঁধে রাখতে হবে। এবং ইঞ্জিন চালিত যেসব নৌকা রয়েছে সেগুলো থেকে ইঞ্জিন খুলে ফেলতে হবে। আর এসবের দায়িত্বে থাকবেন ইউপি চেয়ারম্যান ও পৌরসভা হলে সেই ওয়ার্ডের কাউন্সিলর।
তিনি বলেন, গতবারের মতো এবারও আমাদের যৌথ অভিযান পরিচালনা করা হবে। নদীপথে যাতে কোন স্প্রীডবোড চলতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। অভিযান শুরুর আগেই উপজেলা টাস্কফোর্স কমিটির সভা শেষ করতে হবে।
তিনি আরো বলেন, অভিযান সফল করতে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন প্রচার প্রচারণা। প্রয়োজনে ছোট ছোট গল্প নাটিকা তৈরি করে প্রচার করতে হবে। স্থানীয় পত্রিকার মাধ্যমে প্রচারণা করতে হবে। বিশেষ করে জেলেদের পিছনে যারা রয়েছে তাদেরকেও নজরধারীতে রাখতে হবে। শুধু পুকুরের মাছের জন্য একটি বরফ কল ব্যতীত বাকি বরফ কল গুলো বন্ধ থাকবে ।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ইমতিয়াজ হোসেন, নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মিল্টন কবির, সদর ইউএনও সানজিদা শাহনাজ, মতলব দক্ষিন ইউএনও ফাহমিদা হক, হাইমচর উপজেলা ইউএনও চাই থোয়াইহলা চৌধুরী, চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মালেক দেওয়ান, কান্ট্রি ফিসিং বোর্ড মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লীক, চাঁদপুর কেন্দ্রীয় মৎস্য ব্যবসায়ী সমিতির তসলিম বেপারী, সদর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি শফিক বেপারী, মতলব উত্তর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ওমর প্রধানিয়া।
এছাড়াও এদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কোর্ট পরিচালনা সহ একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।