খান মোহাম্মদ কামাল :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন চেয়ারম্যন ও জহিরাবাদ ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আলী আক্কাস বাদল ক্যান্সার জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ১১ জুন বৃহস্পতিবার ভোর ৪ টায় ঢাকার তার নিজ বাসায় ইন্তেকাল করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি ক্যান্সার জনিত জটিল রোগে ভোগ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন চাঁদপুর ২ (মতলব উত্তর ও দক্ষিন) আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল। তিনি তার শোক বার্তায় মরহুমের মাগফরিত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান । একইসঙ্গে দেশবাসীর কাছে মরহুমের জন্য বিশেষ ভাবে দোয়াও কামনা করেন ।
মরহুম আলী আক্কাস বাদলের নামাজের জানাজা আজ বৃহস্পতিবার বাদ-আসর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নেদামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।