কবির হোসেন মিজি :
উদীয়মান কবি, লেখক ও নাট্যকার জসীম মেহেদীর লেখা গানে কণ্ঠ দিলেন বাংলাদেশের প্রথম ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু। ‘আমার লালন করা মন পাখিটা উড়াল দিলো আকাশে, হৃদয় খাঁচা শূন্য এখন উড়ে দুঃখের বাতাসে…’ এমন কথামালায় সাজানো গানটির সুর ও মিউজিক করেছেন সংগীত পরিচালক আল-আমিন খান। গানটি ইতিমধ্যে রংধনু মিউজিকের ব্যানারে ইউটিউবে রিলিজ হয়েছে।
কণ্ঠশিল্পী নোলক বাবু বলেন, গীতিকার জসীম মেহেদীর লেখা ‘মন পাখি’ শিরোনামের গানটি আমার খুব ভালো লেগেছে। আশা করি গানটি সকলের ভালো লাগবে। সংগীত পরিচালক আল আমিন খান বলেন, গানটির কথা, ছন্দের গাঁথুনি আমার খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস, যারা বাংলা এবং বিচ্ছেদী গান পছন্দ করেন তাদের কাছে অবশ্যই গানটি ভালো লাগবে। গানটির গীতিকার জসীম মেহেদী বলেন, আমি কবিতা, গল্প এবং নাটক লেখি বেশি। পাশাপাশি কিছু গান লেখারও চেষ্টা করি।
উল্লেখ্য, জসীম মেহেদীর রচিত বেশ কটি মঞ্চনাটক চাঁদপুর এবং ঢাকা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়েছে। ‘ভাঙ্গন’ নাটকটি তারমধ্যে অন্যতম একটি মঞ্চনাটক। নাটকটির জন্যে তিনি পুরস্কারও অর্জন করেছেন। জসীম মেহেদীর রচিত ‘একটা নিখোঁজ সংবাদ’ শিরোনামের গানে প্রণব ঘোষের সুরে কণ্ঠ দিয়েছেন মৃনাল সরকার। এছাড়া তার লেখা ‘মুদ্দার ও মা’ শিরোনামের গান দুটি আল-আমিন খানের সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছে কবির হোসেন। এর মধ্যে ‘ভালোবাসি আমি যারে’ শিরোনামে নোলক বাবুর কণ্ঠে আরেকটি গান এবং কবির হোসেনের কণ্ঠ ‘মুদ্দার’ গান দুটি প্রকাশের অপেক্ষায়।