সুমন আহমেদ:
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কাজ করে যাচ্ছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল। মহামারী করোনা হাত থেকে সবাই সুরক্ষিত করতে জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে জনগণের সেবায় কাজ করে যাচ্ছেন তিনি। মানুষকে সুরক্ষিত রাখতে উপজেলার আনাচে-কানাচে বিরামহীন ভাবে ছুটে চলছেন তিনি।
করোনাভাইরাস থেকে মুক্ত রাখতে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, করোনা সচেতনতায় এবং মানুষকে ঘরে রাখতে মতলব উত্তর উপজেলায় নজির স্থাপন করেছেন তিনি।
করোনা সচেতনতায় ফুটপাতের হকার, রিকশাচালক, ভিক্ষুক ও হতদরিদ্র থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মাঝে গ্রাম-গঞ্জে ছুটে চলেছেন ওসি শাহজাহান কামাল। প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকায় পরিস্থিতি মোকাবেলায় অভিযান পরিচালনা করছেন।
করোনাভাইরাস প্রতিরোধে প্রশাসনের বেঁধে দেওয়া নিয়ম-কানুনগুলো সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা সে বিষয় নিশ্চিত করতে ছুটে চলেছেন পুরো উপজেলায়। সেই সাথে সরকারের আদেশ অনুযায়ী ব্যবসায়ীদের প্রতি কঠোর নজরদারি ছিলো তার। করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার লক্ষ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ শাহজাহান কামাল এমন কর্মকাণ্ডে উপজেলাবাসীর কাছে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন।
আলাপকালে ওসি শাহজাহান কামাল জানান, মানুষকে সচেতন করতে আমাদের অভিযান পরিচালিত হয়। কাউকে জরিমানা করা আমাদের উদ্দেশ্য নয়। আমি চাই করোনার প্রকোপ থেকে মতলব উত্তর উপজেলার মানুষ যাতে রক্ষা পায়। সেজন্য কাজ করে যাচ্ছি।