হাসানুজ্জামান, শাহরাস্তি:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দেবকরা গ্রামের মালেক মিস্ত্রী বাড়ির মোঃ ইব্রাহিম খলিল ও আমেনা বেগমের সংসারে জন্ম নেয় রাকিবুল ইসলাম আবির। জন্মের জন্মের ৬ মাস পর থেকেই জটিল রোগ দেখা দেয়। আবিরের মাথার ভেতরে টিউমার ও জলাংশ বৃদ্ধি পাওয়ায় স্থানীয় চিকিৎসকের পরামর্শে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের ডাঃ আতিকুর রহমানের অধীনে চিকিৎসা দেয়া হয়।
এবিষয়ে আবিরের পিতা মোঃ ইব্রাহিম খলিল বলেন, মহান আল্লাহ্ আমাকে এমন একটি সন্তান দান করেছেন, যার জন্মের পর থেকেই নানান রোগের সাথে মোকাবিলা করতে হয়েছে। জলটিউমার জনিত কারনে ব্যয়বহুল এই চিকিৎসায় এখন পর্যন্ত প্রায় ৮ লক্ষাধিক টাকা ব্যয় করেও সন্তানের সুস্থ্যতা ফিরিয়ে আনতে পারিনি। সমাজের দানবীর, উদার মনের মানুষগুলো এগিয়ে আসলে হয়তো সন্তানটিকে এখনও বাঁচানো সম্ভব হবে বলে তিনি আশা করেন।
আবিরের মা আমেনা বেগম বলেন, আমি গর্ভে ধরেছি। এটা আমার সন্তান। আল্লাহ্ যে রোগ দিয়ে তাকে দুনিয়ায় পাঠালেন, আল্ হামদুলিল্লাহ্। যেই সন্তান ৭ বছরে কথা বলেনি, খেলা করেনি, দুনিয়ার স্বাধ অনুভব করেনি সেই সন্তান মায়ের কোল আর বিছানাতেই সন্তুষ্ট। কিছুটা সাহায্য সহযোগিতা পেলে আমার সন্তানটিকে সুস্থ্য করে তোলা সম্ভব হতো।
এলাকাবাসী বলেন, একটি সন্তানের জন্য পিতা মাতা কত কষ্ট করে তা ইব্রাহিম আর আমেনাকে না দেখলে বুঝা যেত না। দয়াবান দানবীর ব্যক্তিরা এগিয়ে আসলে এই সন্তানটিকে বাঁচানো যাবে বলে তারা আশা করছেন।