মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। গতকাল ১৫ জুলাই বৃহস্পতিবার সকালে পৌর অডিটোরিয়ামে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল। এ সময় ছেঙ্গারচর পৌরসভার ৪ হাজার ৬০০ অসহায়, গরীব ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
ছেঙ্গারচর পৌরসভার প্যানেল মেয়র আ. মান্নান বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, কাউন্সিলর বোরহান উদ্দিন, শাহাদাত হোসেন খোকন ঢালী, পৌর সচিব মো. আবু সুফিয়ান, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, সাবেক ছাত্রনেতা অ্যাড. মহসিন মিয়া মানিক, ছেঙ্গারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামান সরকার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী সরকার, মনোয়ারা বেগম, মিল্লাতুন নেছা মিলিসহ দলীয় নেতৃবৃন্দ।
মো. তুহিন ফয়েজ