সুমন আহমেদ:
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন-২০২২ এর প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহ শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রথম দিনের মনোনয়নপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। আর মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে সভাপতি পদে ২জন, সহ-সভাপতি পদে ১জন, সাধারণ সম্পাদক পদে ৩জন ও সদস্য পদে ২জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু জাফর সরকার ডালিম, সদস্য সচিব মোঃ নাজমুল খান ও সদস্য উপজেলা সমবায় কর্মকর্তা আল মামুনের কাছ থেকে প্রার্থীরা বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় প্রার্থীদের সমর্থক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এর আগে ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর বর্তমান সভাপতি মোঃ মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক মোঃ নাসির ফরাজী নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর সরকার ডালিম, সদস্য সচিব নাজমুল খান ও সদস্য সমবায় কর্মকর্তা আল মামুনের কাছে কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২২ এর ভোটার তালিকা হস্তান্তর করেন।
নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা যায়, সভাপতি পদে মোঃ মোবারক হোসেন মুফতি, মোঃ মান্নান লস্কর, সহ-সভাপতি পদে মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক পদে মোঃ সিরাজুল ইসলাম সরকার, মোঃ এরশাদ, মোঃ ইউসুফ লস্কর, সদস্য পদে মোঃ রহমত উল্লাহ সরকার ও আফরোজা মাসুদ মনোনয়পত্র ফরম গ্রহণ করেন। আগামীকাল রোববার দ্বিতীয় দিনেও সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি রাতে ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর সরকার ডালিম নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিল ২৫ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল বিকেল ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৭ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টা সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্রের বৈধতা/ বাতিলের বিষয়ে জেলা সমবায় কার্যালয়, চাঁদপুরে আপিল গ্রহণ ৩০ জানুয়ারি ও ৩১ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
আপিলের শুনানি গ্রহণ ১ ফেব্রæয়ারি হইতে ৩ ফেব্রæয়ারি। আপিল শুনানি শেষে ৪ ফেব্রæয়ারি সমিতির নোটিশ বোর্ডে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৫ ফেব্রæয়ারি সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। প্রার্থীদের প্রতীক বরাদ্ধের তারিখ ৫ ফেব্রæয়ারি বিকেল ৪টার সময় সমিতির কার্যালয়। আর ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ।