তুহিন ফয়েজ/সুমন আহমেদ
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি ও ছেঙ্গারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান সেলিম উদ্যোগে গরীব দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ছেঙ্গারচর পৌরসভার ৬নং ওয়ার্ডের ঝিনাইয়া স্কুল মাঠে এসব কম্বল বিতরণ করেন তিনি।
ছেঙ্গারচর পৌর আ.লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক মমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এছাড়াও আরো বক্তব্য রাখেন, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাৎ হোসেন ঢালী খোকন, অবঃপ্রাপ্ত জার্জেন্ট আমান উল্লাহ সরকারসহ আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শুরুর পূর্বে পবিত্র কোরআন তেলোয়াত করেন, ষাটনল ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন সরকার।