খান মোহাম্মদ কামালঃ
প্রতিদিন করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। কর্মহীন হয়ে পড়ছে মানুষ। খাদ্য অভাবে পরিবার পরিজন নিয়ে অসহায় গরিব ও কর্মহীন মানবেতর জীবন যাপন করছেন মানুষ। করোনার এ পরিস্থিতিতে দ্বিতীয় পর্যায়ে ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ বিল্লাল হোসেন ফরাজী।
ইতোমধ্যে তিনি এর আগে ছেংগারচর পৌরসভায় ২ শতাধিক পরিবারদের কাছে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৯ মে) দ্বিতীয় দফায় ছেংগারচর পৌরসভায়র বালুচরে নি¤œ আয়ের অসহায় , ক্ষতিগ্রস্থ গরীব , বিধবা ও দুস্থ পরিবারের মধ্যে পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়।
ইফতার ও খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো ২ কেজি পেয়াজ, ১ কেজি সেমাই, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ লিটার তৈল, ১ কেজি ছোলা, ১ কেজি ডাল, ১টি সাবান, ও মসলাসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় বিএনপি নেতা বোরহান উদ্দিন ফরাজী, সমাজ সেবক মাইনউদ্দিন ফরাজীসহ বিভিন্ন নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ফরাজী সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিবেদককে জানান, মানব ধর্ম পালন করাই এখন সকল মানুষের দায়িত্ব হওয়া উচিত। এ দুর্যোগকালে ধর্ম, বর্ণ , জাত, পাত দেখা মানবতার কাজ নয়। বিল্লাল ফরাজী আরও বলেন, করোনা আজকে শনিবার পৌরসভার প্রায় ২ শতাধিক অসহায় পরিবারকে ২ কেজি পেয়াজ, ১ কেজি সেমাই,১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ লিটার তৈল, ১ কেজি ছোলা, ১ কেজি ডালসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগে রমজানের প্রথম দিকে খাদ্যসামগ্রী কির্মহীন দরিদ্র ও অসহায় পরিবারদের মধ্যে দেওয়া হয়েছিলো। পবিত্র এ রমজান মাসে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে ৪ লক্ষ টাকার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। নিজের সাধ্য অনুযায়ী কর্মহীন ও অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি। যতদিন পর্যন্ত এ মহাদূর্যোগ করোনা ভাইরাসের সংক্রমণ থাকবে ততোদিন পর্যন্ত আমি এসব অসহায় মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ। করোনা ভাইরাস যতদিন থাকবে আমাদের এ কার্যক্রম ততদিন অব্যাহত রাখব।