রিয়াজ শাওন
স্বপ্নতরু সামাজিক সংগঠনের উদ্যোগে দেয়া উপহার ছাগল পেলো দৃষ্টি প্রতিবন্ধী নূরুল ইসলাম মৃধা। গতকাল বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের পাইকাস্তা মৃধা বাড়িতে ওই প্রতিবন্ধীর হাতে সংগঠনের পক্ষ থেকে একটি ছাগল উপহার হিসেবে তুলে দেয়া হয়। এ সময় সংগঠনের সাবেক সভাপতি এবং বর্তমান নির্বাহী সদস্য সাংবাদিক শরিফুল ইসলাম, সহসভাপতি নাসরিন সুলতানা মিলি, সাংবাদিক জুয়েলসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ‘মানবতার কল্যাণের নিবেদিত প্রাণ’ এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকে স্বপ্নতরু সামাজিক সংগঠন আত্ম মানবতার সেবায় নিয়োজিত। সংগঠনটি নিজেদের সামর্থের বলয়ে থেকে বিভিন্ন সময় সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তারাই ধারাবাহিকতায় গতকাল ওই অসহায় পরিবারটিকে একটি ছাগল উপহার দেয়া হয়।
এ ব্যাপারে সংগঠনের সাবেক সভাপতি শরিফুল ইসলাম বলেন, আমরা মানুষকে ভালোবাসি। তাই মানুষের জন্য কাজ করি এবং করে যাবো ইনশাআল্লাহ। তবে এ সকল ভালো কাজে সমাজের বিত্তশালীরা অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবে এটাই আমাদের প্রত্যাশা।