স্টাফ রিপোর্টার :
কুমিল্লার চৌদ্দগ্রামে থেকে ১৯হাজার ৪০০ পিস ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১।
১৩জুলাই মঙ্গলবার ভোরে কুমিল্লার একটি আভিযানিক দল চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এই দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলেন : বগুড়া জেলার শাহজাহানপুর থানার চকজুরা গ্রামের মৃত মনির উদ্দিন মন্ডল এর ছেলে মোঃ ঠান্ডা মিয়া (২৪) এবং গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ থানার মোঘলটুলি গ্রামের সুজন শেখের ছেলে মোঃ ইয়াছিন শেখ (১৯)। তাদের কাছ থেকে ১৯,৪০০ পিস ইয়াবাসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করেছে র্যাব-১১।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেন জানান র্যাব কর্মকর্তা।