ছিদ্দিকুর রহমান নয়ন
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমর্থিত বাংলাদেশের একক রাজনৈতিক সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকে শাহরাস্তি উপজেলা পরিষদ উপ-নির্বাচনে প্রার্থী হতে চান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ শাহরাস্তি শাখার সভাপতি মাস্টার মোঃ হেলাল আহমেদ।
তিনি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি শাহরাস্তি উপজেলার চেড়িয়ারা মিয়াজী বাড়ির প্রখ্যাত পল্লী চিকিৎসক ডা. সিদ্দিকুর রহমানের বড় সন্তান। তার দাদা বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা আনোয়ার উল্লাহ্ মিয়াজী জীবদ্দশায় ইসলামের খেদমতে সুনামের সহিত দাওয়াতী কাজ করে গেছেন।
জানা গেছে, মাস্টার মোঃ হেলাল আহমেদ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি, ১৩নং সূচীপাড়া উত্তর ইউনিয়ন ইসলামিক ফ্রন্টের সাবেক সভাপতি, ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি হিসেবে রাজনৈতিক কার্যক্রম চলমান রেখেছেন। তিনি ১৯৮৬ সাল থেকে ছাত্রসেনার দলীয় কার্যক্রমের সাথে জড়িত থেকে কোরআন-সুন্নাহ’র সমাজ বিনির্মাণে অবদান রাখছেন। তিনি রাজনৈতিক দীক্ষা পেয়েছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর প্রতিষ্ঠাকালীণ সাধারণ সম্পাদক শমসেরে আহলে সুন্নাহ্ বিশিষ্ট লেখক ও গবেষক হযরতুল আল্লামা নুরুল হক এমএ(রাহ.)’র কাছ থেকে। তিনি শাহরাস্তি উপজেলাধীণ চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের দায়িত্ব পালন করে আসছেন।
আরো জানা গেছে, মাস্টার মো. হেলাল চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ে তিন বার শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিকটবর্তী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হিসেবে চেড়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্মানের সহিত দায়িত্ব পালন করে আসছেন। বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী ত্বরিক্বত ভিত্তিক সামাজিক সংগঠন বাংলাদেশ হিযবুর রাসূল দ. শাহরাস্তি উপজেলার সহ-সভাপতি হিসেবে সুনামের সহিত কাজ করে যাচ্ছেন। এমনকি আলা হজরত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ শাহরাস্তি উপজেলা সাবেক সভাপতি হিসেবে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজ পরিচালনা করেছেন।
মাস্টার মোঃ হেলাল আহমেদ বলেন, কোরআন-সুন্নাহ ভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠন করতে আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদীর হাতকে শক্তিশালী করতেই আমার নির্বাচনে প্রতিদ্বন্দিতা করা। তিনি আরো বলেন, শাহরাস্তি উপজেলার মানুষ হযরত শাহরাস্তি রাহ. এর মতাদর্শে সুন্নী আক্বীদায় বিশ্বাসী। সবাই যদি হযরত শাহরাস্তি রাহ. এর চেতনাকে নতুনভাবে জাগ্রত করে তাহলে চেয়ার প্রতীকে বিজয় সুনিশ্চিত (ইনশাআল্লাহ্)।