তুহিন ফয়েজ:
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য, দৈনিক সংবাদ সারাবেলার সম্পাদকমÐলীর সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব কাজী মিজানুর রহমানের নির্বাচনী কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল ২০ জানুয়ারি (শুক্রবার) বিকেলে মিলাদ ও দোয়ার মাধ্যমে মোহনপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মাথাভাঙ্গা বাজারে এই নির্বাচনী কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানের পূর্বে মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধানের সভাপতিত্বে ও ৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি হাফেজ মোঃ আনোয়ার হোসেনের স ালনায় আলোচনা সভায় চেয়ারম্যান প্রার্থী কাজী মিজানুর রহমান বলেন, আমি আপনাদের সেবায় আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকব। আমি চেয়ারম্যান না হলেও সারা জীবন আপনাদের পাশে থেকে সেবা করে যাব। আমার নির্বাচনে আপনারা আমার পাশে থাকলে আমার জয় নিশ্চিত ইনশাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আমার জয় ছিনিয়ে নিতে পারবে না।
তিনি বলেন, আপনারা আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তাই আমি নির্বাচন করব। আমি আশা করি দলের প্রতি আনুগত্য, বিশ্বস্ততা এবং জনসেবার কারণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক দিবে। আর আমি চেয়ারম্যান নির্বাচিত হলে মোনপুর ইউনিয়নকে বাংলাদেশের মধ্যে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব এবং সন্ত্রাসমুক্ত ইউনিয়ন উপহার দেব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমরা শান্তি প্রিয় মানুষ শান্তিতে থাকতে চাই কেউ অশান্তি সৃষ্টি করতে চাইলে আমরা আমদের শান্তি বজায় রাখার লক্ষে দুস্কৃতিকারীদেরকে শক্তহাতে প্রতিহত করবো। আপনাদের সুখে ও দুঃখে সবসময় আপনাদের সাথী হয়ে পাশে থাকবো ইনশাল্লাহ।
সভায় আরও বক্তব্য রাখেন, মোহনপুর ইউনিয়ন আ.লীগ নেতা ফজলুল হক সরকার, মোহনপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার গোলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, আ.লীগ নেতা মনজুর আহমেদ, আবুল হোসেন গাজী, মোহনপুর ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য মোঃ আলামিন প্রমুখ। আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আ.লীগ নেতা ফজলুল কাদির জীবন, আ.লীগ নেতা কাজী মানিক, মোহনপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ফারুকুল আমিন, মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য কাজী মোহাম্মদ হাবিবুর রহমান, সদস্য কাজী গোলাম মর্তুজা, কাজী আনোর হোসেন, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য বিল্লাল তপদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক কাজী মতিন, যুবলীগ নেতা জাকির মাঝি, মোঃ কুদ্দুস প্রধান, মুক্তার হোসেন, হানিফ মাঝি, মাহবুব সরকার, নুরআলম, উজ্জল মৃধা, গোলাম রসুল, মনির হোসেন, মাসুদ প্রধান, মারুফ মৃধা, শাহজাহান মাঝি, মোঃ ইসমাইলসহ মোহনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার কয়েক হাজার সমর্থকবৃন্দ।