স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রকাশ্য ২৩টি মোটরসাইকেল নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (২০ মার্চ) বিকেলে চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে এ নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নিলামে ২৪জন ক্রেতা অংশগ্রহণ করেন। ১৭ জন নিলাম অংশগ্রহণকারী ক্রেতার কাছে ১ লক্ষ ৩ হাজার টাকায় মোট ২৩টি মোটরসাইকেল নিলামে বিক্রয় করা হয়। উক্ত নিলাম কার্যক্রম পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ। এছাড়াও নিলাম কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।