রহমান রুবেল:
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৫ আগস্ট) সকালে চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বোর্ড ও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মিজি।
চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ বাচ্চু মিয়া পাটওয়ারী, ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবু ইউসুফ শেখ, ইউপি যুবলীগের আহবায়ক মোঃ আলমগীর হোসেন শেখ, যুগ্ন আহবায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবু, ইউপি ছাত্র নেতা মোঃ ইজাজ মাহমুদ, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আবু জাফর মোঃ ছালেহ। আলোচনা সভা পরিচালনা করেন সহকারী শিক্ষক সুলতান মাহমুদ রাসেল পাটওয়ারী ও সিনিয়র শিক্ষকা জাহানারা বেগম। সভা শুরুতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষকাবৃন্দ। এরপর কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন সহকারী শিক্ষক জয়নাল আবেদীন ও মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মোঃ নাজমুল ইসলাম।
১৫ আগস্ট উপলক্ষে বিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে শেখ রাসেল দেয়ালিকা, শেখ মুজিবের জীবনী নিয়ে চিত্রাংকন ও আগস্ট উপলক্ষে বক্তব্য প্রদর্শনীতে বিজয়ী ৩৫ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপন করা হয়।