স্পোর্টস ডেস্ক :
‘আইপিএলের সঙ্গে বিভিন্ন স্পন্সরশিপের’ চুক্তির পুনঃমূল্যায়ন নিয়ে আগামী সপ্তাহে এক আলোচনায় বসতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরিচালনা পর্ষদ। যার মধ্যে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হবে চাইনিজ প্রযুক্তি কোম্পানি ভিভো’র (ভিআইভিও) স্পন্সরশিপ নিয়ে।
মূলত সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে চীনের গালওয়ান উপত্যকায় সীমান্ত উত্তেজনা বৃদ্ধি পাওয়ার কারণে এই আলোচনায় বসতে যাচ্ছে আইপিএল। গত সপ্তাহে সীমান্ত নিয়ে সংঘর্ষে চীনের হাতে ২০ ভারতীয় সেনা নিহত হয়।
এই সভায় ভিভো’র সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত আসতে পারে। ইতোমধ্যে ভারতে চাইনিজ পণ্য বর্জনেরও ডাক ওঠেছে।
আইপিএলের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছিলেন, চাইনিজ স্পন্সরশিপ (ভিভো) যদিও ভারতীয় অর্থনীতিতে সাহায্য করে, তবে বোর্ড সবসময় দেশের কথায় আগে চিন্তা করবে। যদি পরিস্থিতি আরও অবনতির দিকে যায় স্পন্সরশিপের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেওয়া হতে হবে।
চুক্তির নিয়ম অনুযায়ী মোবাইল ফার্ম ভিভো ভারতীয় রুপিতে বার্ষিক ৪৪০ কোটি দেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া’কে (বিসিসিআই)। এ দুই পক্ষের চুক্তি ৫ বছর পযর্ন্ত। ভিভো’র সঙ্গে বিসিসিআই’য়ের চুক্তির মেয়াদ শেষ হবে ২০২২ সালে।
করোনার কারণে চলতি বছরের আইপিএল আসর হবে কিনা তা এখনও দোলাচলে থাকলেও চাইনিজ কোম্পানিটির সঙ্গে চুক্তি বাতিলের বিষয়ে আলোচনায় বসতে যাচ্ছে এ ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটের পরিচালনা পর্ষদ।