মোহাম্মদ ইকবাল হোসেন :
চাঁদপুরে চাঁদমুখের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় চাঁদমুখের অস্থায়ী কার্যালয়ে (রিজিক হোটেলের দ্বিতীয় তলায়) এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন অর্থ সম্পাদক আইকে হেলাল। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ জসিম উদ্দিন শেখ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এইচএম জাকির।
সভাপতির বক্তব্যে তিনি কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাংগঠনিক বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং আগামীদিনের সকল কার্যক্রম সফলভাবে আয়োজনে কার্যনির্বাহী পরিষদকে অগ্রণী ভূমিকা পালনের জন্য বলেন। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য ফারুক আহমেদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অডিট উপকমিটির আহবায়ক মোঃ হাবিবুর রহমান পাটওয়ারী, শীতবস্ত্র উপকমিটির আহবায়ক মোঃ মাসুদুর রহমান, নতুন সদস্য যাচাই-বাছাই উপ-কমিটির আহবায়ক তাসলিমা মুন্নি এবং অর্থ সম্পাদক আইকে হেলাল। সভায় কার্যনির্বাহী সদস্যদের মাধ্যমে সুপারিশক্রমে নতুন সদস্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উক্ত সভায় নতুন পাঁচজন সদস্যকে সদস্য নাম্বার প্রদান করা হয়। তারা হলেন- মোহাম্মদ শওকত হোসেন, এড. পবিত্র সরকার, মিজি মাছুম, মোঃ রাকিবুল হাসান ও ফারহানা ইয়াছমিন।
সভায় গৃহীত সিদ্ধান্তের মধ্যে ১জানুয়ারি ২০২১ তারিখে শীতবস্ত্র বিতরণ, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বার্ষিক সাধারণ সভা, নতুনন সদস্য অনুর্ভূক্তকরণসহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।