বিল্লাল ঢালী:

চাঁদপুরে নতুন করে ১৫জনের করোনা পজেটিভ এসেছে।এরমধ্যে একজন মৃত। বুধবার সর্বমোট ৯৫টি রিপোর্ট হাতে পায় সিভিল সার্জন অফিস। এনিয়ে চাঁদপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩৪জন। চাঁদপুর সিভিল সার্জন ডাঃ মোঃ শাখাওয়াত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাপ্ত তথ্য মতে, বুধবার রিপোর্ট এসেছে ৯৫ জনের।পজিটিভ ১৫। এর মধ্যে একজন মৃত। তিনি হলেন বটতলা ট্রাক রোডের আবুল খায়ের (৬০)। অন্যরা হলেন, সদর ৬ (সবাই পৌরসভার), শাহরাস্তি ৩
ফরিদগঞ্জ ৩, হাজীগঞ্জ ১ ও কচুয়া ২ জন।