স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় দুইজন ও উপসর্গ নিয়ে পাচজন মৃত্যুবরণ করেন। গতকাল সোমবার (১৬ আগস্ট) দুপুর ২টা থেকে আগের ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাক্তার মো. সুজাউদ্দৌলা রুবেল।
তিনি জানান, করোনায় মৃত ব্যক্তি হলেন, খায়রুন নেছা (৭০), আঃ রউফ (৮২)। উপসর্গ নিয়ে মৃত্যু ব্যক্তিরা হলেন, জামেলা বেগম (৭৫), বদরুন্নেসা (৭৯) আবুল হোসেন (৬০), মমতাজ (৫৫), ফাতেমা বেগম (৭০)।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্যমতে, চাঁদপুরে রোববার পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২১৮ জন। এছাড়াও রোববার জেলায় নতুন আরও ২২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।