স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন। এতে অংশ নেন সদর উপজেলা মেডিকেল অফিসার ডাঃ জয়নাব বানু, সহকারী সার্জন ডাঃ আব্দুল্লাহ আল ফয়সাল (রামপুর), সহকারী সার্জন ডাঃ তানজিলা রহমান (ইব্রাহিমপুর), উপ-সহকারী মেডিকেল অফিসার মমতাজ সুলতানা (শাহমাহমুদপুর), সেনেটারী ইন্সপেক্টর নিনা আক্তার, টিএলসিএ মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়া সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে ৪৪টি কমিউনিটি ক্লিনিকেও গতকাল একযোগে মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়। বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়।
আজ,
সোমবার , ২৯ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।