নজরুল ইসলাম আতিক:
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের ন্যায় বুধবার সকাল থেকেই চাঁদপুরের লঞ্চঘাট থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। প্রায় আট দিন পর লঞ্চ চলাচল চালু হওয়ায় এদিন সকালে চাঁদপুরে লঞ্চঘাটে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। যদিও যাত্রীদের চাপ সামাল দিতে ও যাতায়াত নিরাপদ করার জন্য অতিরিক্ত লঞ্চের ব্যবস্থা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
সকাল ছয়টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়ে ১১ টা পর্যন্ত ঘাট থেকে ঢাকাগামী মোট ১০ লঞ্চ ছেড়ে যায়। এছাড়াও নারায়ণগঞ্জ এর উদ্দেশ্য আরো ৭ টি লঞ্চ ছেড়ে যায়। যাত্রী চাপ বেশী থাকায় লঞ্চ ছাড়ার নির্দিষ্ট সময়ের আগেই লঞ্চগুলো ঘাট ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। যদিও লঞ্চ ঘাটে ভিড়ার সাথে সাথেই যাত্রীদের হুড়োহুড়ি করে লঞ্চে উঠতে দেখা গেছে। এসময় স্বাস্থ্যবিধি নিশ্চিত করা কষ্টসাধ্য হয় কর্তৃপক্ষের। যদিও স্বাস্থ্যবিধি নিশ্চিত ও নিরাপত্তা নিশ্চিতে কাটে কাজ করছে বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ, জেলা প্রশাসন ও কোস্টগার্ড।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৯ টা ১০ মিনিটে রফ রফ লঞ্চ চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। লঞ্চটিতে স্বাভাবিকের তুলনায় সামান্য কিছু যাত্রী বেশি গেলেও খুব বেশি অতিরিক্ত যাত্রী নিতে দেখা যায়নি। এ ক্ষেত্রে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে। তাছাড়া বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে হ্যান্ড মাইক-এর মাধ্যমে যাত্রীদের সচেতন করা হচ্ছে। এছাড়াও অতিরিক্ত যাত্রী চাপ সামলাতে ঘাটে আরো দুইটি অতিরিক্ত লঞ্চের ব্যবস্থা রেখেছে বিআইডব্লিউটিএ।
মালিক প্রতিনিধি আজগর আলী জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের নিয়মিত ভাড়া নিয়েই লঞ্চ চলাচল শুরু হয়েছে। এখন পর্যন্ত কোন লঞ্চে বাড়তি কোন ভাড়া নেওয়া অভিযোগ পাওয়া যায়নি। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনেই লঞ্চ চলাচল করছে বলেও জানান তিনি।
চাঁদপুর বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক কায়সারুল ইসলাম জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক লঞ্চের যাত্রী ধারণক্ষমতার সমপরিমাণ যাত্রী নিয়ে ঘাট থেকে লঞ্চ গুলো ছেড়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে যাত্রীরা আগে উঠার জন্য লঞ্চে উঠতে গিয়ে তাড়াহুড়ো করছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাজ করছে বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ, জেলা প্রশাসন ও কোস্টগার্ড সদস্যরা।