নজরুল ইসলাম আতিক :
মহামারি করোনা ভাইরাসের সংক্রমনের কারণে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু। এখনো মানুষের মধ্যে রয়েছে যথেষ্ট সচেতনার অভাব। তারই এক ঝলক দেখা গেলো চাঁদপুর লঞ্চঘাটে। শুক্রবার দুপুরে চাঁদপুর লঞ্চঘাট ঘুরে দেখা যায়, ¯্রােতের বেগে মানুষ মুখিয়ে আছে কর্মে ফিরতে। বিশেষ করে ঢাকা ও নারায়নগঞ্জ গামী যাত্রীদের উপছে পড়া ভিড়। অনেকেই মানছেননা সরকারি স্বাস্থবিধি। অর্থাৎ মাস্ক পরা বা সামাজিক দূরত্বের যেন বালাই নেই।
পবিত্র ঈদুল আযহা শেষে মহামারি এই করোনাকালীন সময়ে জীবিকার প্রয়োজনে সবাইকেই যেতে হচ্ছে কর্মস্থলে। কিন্তু কারো কাছেই যেন সামাজিক দূরত্ব মেনে চলাচল করার কোন তাগিদ নেই। চাঁদপুর নৌ-বন্দর কর্তৃপক্ষ বলছে, তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধি মানাতে। কিন্তু সাধারন মানুষ কোন কিছুই শুনছে না।
স্বাস্থবিধি ও সামাজিক দূরত্ব নিয়ে কয়েকজন যাত্রীর কাছে জানতে চাইলে তারা বলেন, যাত্রীর সংখ্যা অনেক বেশি তাই সামাজিক দূরত্ব মানা সম্ভব হচ্ছে না। আবার অনেক যাত্রীর স্বাস্থবিধি মেনে চলার বিষয়ে কোন গুরুত্বই নেই।
মাস্কবিহীন কয়েকজন যাত্রীর কাছে মাস্কের কথা জানতে চাইলে তারা বিভিন্ন ভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কেউ কেউ বলেন, মাস্ক পকেটে আছে। আবার কেউ বলে, খেয়াল ছিলো না মাস্ক নিয়ে বের হতে। কেউ কথা না বলেই পালানো চেষ্টা করেন। আবার কেউ মাস্ক হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।
লঞ্চ মালিক প্রতিনিধি রুহুল আমিন জানান, আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করছি সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রীদের অবস্থান নিশ্চিত করতে। আজকে যাত্রী একটু বেশি। তাই সঠিক ভাবে খেয়াল রাখা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ- চাঁদপুর এর উপ-পরিচালক কাউছারুল ইসলাম জানান, আজকে এবং আগামীকাল যাত্রী ভিড় বেশি থাকবে বলে ধারণা করছি। করোনা কালীন এই সময়ে আমরা যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য মাইকিং করছি, সাথে মাস্ক বিতরণ করছি। যাত্রীদের লঞ্চে আরোহনের সময় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে দেওয়া হচ্ছে। কিন্তু যাত্রীদের মধ্যে সচেতনা কম বিধায় অনেকেই মানছেন না এসব কিছু। অনেকে পকেটে মাস্ক নিয়ে ঘুরলেও মুখে পরার কোন প্রয়োজন বোধ করছেন না।