এইচ.এম নিজাম
চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদ ও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপির এক পক্ষ। গতকাল বুধবার বিকেল ৫টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপির গঠনতন্ত্রের বিশেষ বিধান ধারা ১৫-খ মতে শেখ ফরিদ আহমেদ মানিকের প্রার্থীতা অবৈধ ঘোষণা করতে হবে। সম্মেলনের স্থান হিসেবে নয়াপল্টনস্থ বিএনপির কার্যালয় অথবা চাঁদপুর জেলাধীন ৮টি উপজেলায় ৮টি ভোট কেন্দ্র স্থাপন করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন ও ১ হাজার ১৫জন কাউন্সিলর স্ব স্ব ইউনিটে ভোট কেন্দ্র স্থাপন করে নিজস্ব মতামত মহাসচিবের নিকট প্রেরণ করতে হবে।
তিনি আরো বলেন, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক দলের ভালোর জন্য অন্য কারো পরামর্শ গ্রহণ করেন না। এই সম্মেলনের তারিখ, স্থান নির্বাচন, নির্বাচন কমিশনার নিয়োগ ও অতিথিবৃন্দ সম্পর্কে জেলার অন্যান্য আসনের এমপি প্রার্থী এবং যারা নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থী হয়েছেন এমন কারো সাথেই আলোচনা না করে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এসময় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের বিগত দিনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে সমালোচনা মূলক বক্তব্য রাখেন তিনি। এছাড়াও জেলা বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী দেওয়ান মোঃ শফিকুজ্জামানকে প্রার্থিতা প্রত্যাহারে চাপ প্রয়োগ ও তার বাসায় সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানান।
তিনি বলেন, জেলা বিএনপির আহ্বায়ক দলীয় গঠনতন্ত্র মানে না। তিনি কেন্দ্রের অনুমতি ছাড়াই চাঁদপুর ও হাইমচরের কমিটি ভেঙে তার পছন্দমতো কাউন্সিলর বানিয়েছেন।
সভাপতি প্রার্থী মাহবুবুর রহমান শাহিনের প্রার্থিতা বাতিলের বিষয়ে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, নির্বাচন কমিশনার অ্যাড. শামসুল ইসলাম মন্টু গঠনতন্ত্র অনুযায়ী যদি মাহবুবুর রহমান শাহিনের প্রার্থিতা বাতিল করেন তাহলে গঠনতন্ত্রের বিশেষ বিধান অনুযায়ী শেখ ফরিদ আহমেদ মানিকের প্রার্থীতা অবৈধ ঘোষণা করা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ কামাল উদ্দিন চৌধুরী, মাহবুবুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মোস্তফা খান সফরী, গাজী গোলাম মোস্তফা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি কাজী শাহাদাৎ, গোলাম কিবরিয়া জীবন, দৈনিক শপথ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাদের পলাশ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।