স্টাফ রিপোর্টার
হাইমচর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও দৈনিক মেঘনা বার্তা’র সম্পাদক গিয়াসউদ্দিন মিলনকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় চাঁদপুর প্রেসক্লাব কনফারেন্স হলে গুণীজন সম্মাননার ক্রেস্ট তুলে দেন হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোঃ খুরশিদ আলম ও সাধারণ সম্পাদক জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, মির্জা জাকির, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম রোকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাদের পলাশ, হাইমচর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ গোফরান হোসেন, সহ- সভাপতি বিএম ইসমাইল, প্রচার সম্পাদক মোঃ শাহ আলম মিজি, সদস্য শরীফ হোসেন, আলমগীর পাটওয়ারী, মোঃ হোসেন গাজী, কামাল হোসেন প্রমুখ।