স্টাফ রিপোর্টার;
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান পাটওয়ারীর এবং চাঁদপুর প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীর মেঝো ভাই ডিএইচএল-এর কাস্টমার একাউন্টিং ম্যানেজার কবির আহমেদ আর নেই। তিনি গতকাল রাত সাড়ে ১১টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নাৃরাজেউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।শনিবার সকাল ১০টায় মরহুমের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের রাঢ়ীরচর পাটোয়ারী বাড়িতে জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
মরহুমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন, ৫নং রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সাধারন সম্পাদক জি এম শাহীন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাওছার আহমেদ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াজ ফেরদৌস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মির্জা, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি সোহরাব হোসেন পাটোয়ারী, দৈনিক চাঁদপুর প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক ইব্রাহিম রনি, পুরান বাজার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল কবীর রাজু চৌধুরী, সদর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ পাটোয়ারী।এছাড়াও মরহুমের জানাজার নামাজে চাঁদপুরের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মরহুমের জানাজার নামাজে ইমামতি করেন কামরাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান।এদিকে চাঁদপুরের এ কৃতী সন্তানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম, চাঁদপুর প্রতিদিন পরিবার, বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
টেলিভিশন সাংবাদিকফোরামের শোক: চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীর মেজো ভাই কবির আহমেদ-এর মৃত্যুতে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সংগঠনের সভাপতি আল ইমরান শোভন ও সাধারন সম্পাদক রিয়াদ ফেরদৌস গভীর শোক প্রকাশ এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। এছাড়া নেতৃবৃন্দ মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েনের শোক:চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি, দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটওয়ারীর মেজো ভাই কবির আহমেদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ ফটো জানালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে সংগঠনের সভাপতি এম এ লতিফ ও সাধারন সম্পাদক কে এম মাসুদসহ সকল সদস্যরা। এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।