স্টাফ রিপোর্টার :
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য, যমুনা টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি শাহ মোঃ মাকসুদুল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সাংবাদিকগণ। চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহসহ নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ বলেন, শাহ্ মাকসুদের মৃত্যুতে আমরা একজন প্রতিভাবান সাংবাদিককে হারালাম।