স্টাফ রিপোর্টার:
চাঁদপুর প্রেসক্লাবের ২০২২ সালের নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টায় প্রেসক্লাব সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি গিয়াসউদ্দিন মিলন এবং সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস। এসময় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় উপস্থিত কার্যকরী সদস্যদের ফুল দিয়ে বরণ করেন এবং উপহার প্রদান করেন। সভায় সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা ও বিদায়ী কমিটির সদস্যরা নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান। বিদায়ী সাধারণ সম্পাদক রহিম বাদশাকে এসময় নবাগত কমিটির পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।
সভায় বেশকিছু বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরমধ্যে প্রেসক্লাবের অভ্যন্তরীণ উন্নয়ন এবং মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ, করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ, সাংবাদিক সমাবেশ, পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা আয়োজন করার বিষয়ে সিদ্ধান্ত হয়। চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ বেড স্থাপন করায় সভার পক্ষ থেকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান নেতৃবৃন্দ। এসময় নবাগত সভাপতি চাঁদপুর প্রেসক্লাবের উন্নয়ন এবং সাংবাদিকতের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য অধ্যক্ষ জালাল চৌধুরী, গোলাম কিবরিয়া জীবন, শহীদ পাটোয়ারী, বিএম হান্নান, শরীফ চৌধুরী, মির্জা জাকির, মুনির চৌধুরী, অ্যাডঃ শাহজাহান মিয়া, জিএম শাহীন, ওমর পাটওয়ারী ও মোশারফ হোসেন লিটন, সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা, সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল, আলম পলাশ, মাহবুবুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম রোকন, শাহাদাত হোসেন শান্ত, ইব্রাহিম রনি, এমএ লতিফ, কোষাধ্যক্ষ ইয়াসিন ইকরাম, প্রচার ও দপ্তর সম্পাদক কাদের পলাশ, সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরী সম্পাদক শওকত আলী, সাংস্কৃতিক সম্পাদক একে আজাদ, সমাজকল্যাণ সম্পাদক শরীফ মোঃ আশ্রাফুল হক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাসান মাহমুদ (দৈনিক চাঁদপুর প্রবাহ)।
সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাসান মাহমুদ। এসময় প্রেসক্লাবের মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা এবং অসুস্থ সদস্যদের সুস্থতা কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য অ্যাডভোকেট শাহজাহান মিয়া।