স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা আ.লীগের পৃষ্ঠপোষকতায় ও পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দলীয় নেতাকর্মীদের নিয়ে আনন্দ ভবন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বেড়াচাক্কি চরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ভ্রমণটি উপভোগ করেন নেতাকর্মীরা। এ উপলক্ষে সকাল ৮টায় চাঁদপুর বড় স্টেশন মোলহেড থেকে ট্রলার যোগে সবাই চরের উদ্দেশ্যে যাত্রা করে। আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের নেতৃবৃন্দ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। আনন্দ ভ্রমণে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিলো বিভিন্ন খেলাধুলা, নদীতে গোসল, মাছ ধরা, আনন্দ উল্লাসসহ নানান আয়োজন।
ভ্রমণে জেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী তার অনুভূতি প্রকাশ করে বলেন, আ.লীগের সকল অঙ্গ সংগঠন একটি পরিবার। তাই আমরা সকলে এই আনন্দ ভ্রমণে একত্রিত হয়েছি। সকল সংগঠনের নেতৃবৃন্দ মিলে জেলা আ.লীগের নেতৃত্বে তৃণমূল পর্যায় থেকে দলকে শক্তিশালী করার জন্য এক এবং অভিন্ন হয়ে কাজ করতে হবে। যিনি যেখানে সংগঠনে রয়েছেন তিনি সেখানে আপন কর্তব্য পালন করলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে না।
এছাড়াও তিনি আরো বলেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বঙ্গবন্ধুর উক্তি কথাগুলোকে বুকে ধারণ করে মনের প্রশান্তি বাড়াতে অজানাকে জানতে বার্ষিক আনন্দ ভ্রমণে একত্রিত হয়েছে নেতৃবৃন্দরা। প্রতি বছরের মতো এবারও আনন্দ ভ্রমনে জমকালোভাবে পালন করেছেন চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগ।
এসময় উপস্থিত ছিলেন, পৌর আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাঝি, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান মুজিব, পৌর নেতা রহমান হাওলাদার, শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক অহিদুর রহমান, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজ গাজী, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক মাসুদুর রহমান পরান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সদস্য ইফতেখার আহমেদ হারুন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার ছিডু, সাংগঠনিক সম্পাদক বাদল গাজী, দপ্তর সম্পাদক তুহিন গাজী, থানা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক শফিক গাজী, যুগ্ম আহ্বায়ক শেখ শরিফ। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।