নজরুল ইসলাম আতিক:
চাঁদপুর পৌরসভার দুইটি কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। এছাড়া এ দুই কমিটির চারজন সদস্যকে বহিস্কারাদেশও দেয়া হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সুসংঘঠতি ও সুশৃংখল সংগঠন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে চাঁদপুর জেলা অর্ন্তগত চাঁদপুর পৌরসভার ১ নং ওয়ার্ড এর সাংগঠনিক সম্পাদক মোঃ জহির খান, ২ নং ওয়ার্ড এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন, দপ্তর সম্পাদক মোঃ মাসুদ গাজী ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রাসেল পাটওয়ারীকে বহিষ্কার ঘোষণা করা হলো।
উক্ত কমিটি ০১জুলাই ২০২০ তারিখ হতে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।