স্টাফ রিপোর্টার:
আগামী ৫ ডিসেম্বর পৌর আওয়ামী লীগের সম্মেলন সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁদপুর পৌর আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩ ডিসেম্বর) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, প্রচার সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদুর রহমান মিল্টন।
সভায় পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম নূরু, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিঠু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ দেবাশীষ কর মধু, শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জু মাঝি, দপ্তর ও প্রচার সম্পাদক এমরান হোসেন সেলিম, সহ দপ্তর সম্পাদক মজিবুর রহমান মজু, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, সদস্য আলমগীর হায়দার ভূঁইয়া, সাইফুদ্দিন বাবু, মোজাহেদ হোসেন টিপু, সঞ্জিত পোদ্দারসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন পর পৌর আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। আশা করি সকলের সহযোগিতায় আমারা সফলভাবে সম্মেলন সম্পন্ন করতে পারেবো। মাঠে কোন প্রার্থীর পক্ষে ¯েøাগান দেয়া যাবে না। বিএনপি যেভাবে আন্দোলন সংগ্রাম শুরু করেছে তাদের প্রতিহত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।